মধ্যযামে ফুরিয়ে গেছি ভাবি
রাত নড়ালে রাস্তা বলে — যাবি ?
কেমন করে যাই ! হারিয়ে গেছে পা
পাশের বাড়িই সুদূর হরপ্পা ।
৯ কার মতো মিলিয়ে যায় খবর
যারা ছিলো প্রথম পাতার সদর ,
আরও জবর কবর আঁটে খিল
বাসি দৃশ্য কুড়িয়ে নেয় চিল ।
চিল তো রূপক , পোড়ে মানব স্মৃতি
আমার মনও মানিয়ে চলে রীতি ।
পড়শী পাড়া অচেনা এক বন
বৃত্ত হারা কেন্দ্রবাদী মন ।
মন ছাড়ালে পা হারিয়ে যাবে
একলা পেয়ে বিষাদ গিলে খাবে ।
জানি সবই এবং জানে সবাই
জেনেও তবু রাত করেছি জবাই ।
মধ্যযামে চাই না হতে ছবি
পা গজানোর মন্ত্র জানো কবি !