কিছু কথা বসো কাছে
কিছু কথা থাক বাকি ,
সবকিছু জানা হলে
কীভাবে উড়বে পাখি !
কিছু কুঁড়ি হোক কুঁড়ে
বাদবাকি স্মৃতি সুখ ,
সব কুঁড়ি কেজো হলে
কে লিখবে তমসুক !
কিছু মন থাক দূরে
কিছু থাক পাশাপাশি ,
সব মন মনে এলে
মন হবে বানভাসি ।
মাঝে মাঝে দীপ জ্বেলো
কিছু রেখো বোস্টনে ,
সব আলো নিভে গেলে
চোখ হয়ো নন্দনে ।