লাশের মিছিল আমাকে বিব্রত করছে
পাগলা হাওয়ার মতন
মহামারী না গণহত্যা?
কিছু ভালো লাগছেনা,
আমার মন ভালো নেই।
ভালোবাসার দিনে চোখে জল,
কালো দিন।
যে সব সৈন্যরা সেদিন মারা গিয়েছিল বিস্ফোরণে
তাদের মধ্যেও নিজেকে খুঁজছিলাম
গঙ্গার ধারে বসে একা একা, রবীন্দ্র গান
আমাকে শান্তি দিতে পারো, প্রেম দিতে পারো কবিতা।
ঈশ্বর কি জানে আমার কান্নার মধ্যে যে যন্ত্রনার উপকথা লুকিয়ে থাকে তার প্রতিটি স্তরে একটা অপমান তাকিয়ে থাকে।
ভুল হয়েছিল, ভুল হয়ে গেল সব
শূন্যতাকে ঘিরে রাখে ধূসর প্রান্তর।
তবু আগুন ছুঁয়ে সব সত্য আর মিথ্যা কে
ঘিরে মাকড়সার জালের মতন নীল স্বপ্নগুলোকে
ছুঁড়ে ফেলে পালাতে থাকি নিজের থেকে,
যদি নিজেকে কোনদিন খুঁজে পাই
অনন্ত মানবিক স্রোত থেকে যেখানে কোনো গোপন কথা থাকবে না,
থাকবেনা হিংসা,লোভ,প্রবঞ্চনার চিহ্ন,
কেউ কারোর ক্ষতি করে বিকৃত আনন্দ নিয়ে
এগিয়ে যাবে না সাফল্যের রাস্তায়।
হে ঈশ্বর আমার আর কাঁদতে ভালো লাগে না
আমারও তো আনন্দের অধিকার আছে,
আছে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার।