(১)
সমাজের ভিত গড়বে যদি সাক্ষর হও আগে
গরিব দেশের মনুষ্যত্ব শিক্ষালোকে জাগে ।
মানচিত্রে দরিদ্রতা কলঙ্কময় চাঁদ
শিক্ষা বিনে সামাজিকতা শিকারির পাতা ফাঁদ ।
বিভ্রান্ত নাবিক যখন হারায় সাগর মাঝে
নিরক্ষরের সঠিক দিশায় ভুল হয়ে যায় কাজে ।
ঠকতে ঠকতে জীবনতরী নদীর কিনারায়
প্রচ্ছদজুড়ে মিথ্যে মশাল ধূমকেতু আলো পায় ।
পান্ডুলিপি এঁকে যায় রাত অমানিশার গান
জীবনজুড়ে প্রতারণা সাথে অন্যায় কলতান ।
সম্বল শুধু নয়নাশ্রু আফসোস হা-হুতাশ
নীহারিকা দূরে সঠিক দিশা ভ্রান্তি বারোমাস ।
সুখ লীন থাক বর্ণমালায় শিশুর ভবিষ্যৎ
দৃপ্তকণ্ঠে উচ্চারিত নিজ নিজ মতামত ।
খাতা-কলমের স্বাক্ষর দিয়ে মুছে যাক টিপ ছাপ
দূর হয়ে যাক নিরক্ষরতা সমাজের অভিশাপ ।
সাক্ষরতার মিছিল নামুক ভিতটা শক্ত হোক
বিবর্তনে ভুলুক সবাই অভিধানে লেখা শোক ।
ভারত তখন শক্তিশালী বরেণ্য এক দেশ
ঐকতানে সৌহার্দ্য তঞ্চকতার শেষ ।
( ২ )
সাক্ষর আমি সাক্ষর তুমি অক্ষরে পরিচয়
পৃষ্ঠা জুড়ে বর্ণমালা কুণ্ডলীকৃত ভয় ।
সমাজের নামে নৃশংসতা বাড়িয়েছে কালোহাত
বিবেকবানের মানবিকতা অর্থেই কুপোকাত ।
সকাল-বিকাল মিছিল নামে অধিকার পেতে চায়
অভ্যন্তরে অশিক্ষার ঘুণপোকা কুরে খায় ।
শিক্ষার আলো শরীরের কোষে জাগিয়েছে প্রতিবাদ
পলেস্তারা খসছে দেওয়ালে রোদ জলে ফুটো ছাদ ।
শিক্ষক আজ পায় না তো মান মেহনত বুঝি জলে
নারীশিক্ষার প্রয়োজন বেশি অবলা কথাচ্ছলে ।
পরিবেশটা দূষিত এখন নীল নীল বিষ শ্বাস
অপরাধেই জীবন খোঁজে প্রাণবায়ু উচ্ছ্বাস ।
স্বাক্ষর জ্ঞানে চিৎকারে নামে ভাষাদের আলপনা
অতৃপ্ততায় দীপ জ্বেলে যাই মিথ্যার জাল বোনা ।
চুপিসারে ডাকে ঔদ্ধত্য স্বার্থের কানাকানি
ভাইয়ে ভাইয়ে আজ দ্বন্দ্ব লেগেছে অযথাই হয়রানি ।
সচেতনতাই রুখতে পারে অন্যায় অপমান
মনুষ্যত্ব বিলিয়েছে দেখো অহং এবং দান ।
ঝংকৃত শুধু সাক্ষরতা এগিয়েছে দেশকাল
সৈন্যরা সব যুদ্ধে নেমেছে খাপ খোলা তরোয়াল ।
( ৩ )
নিরক্ষর মেয়েটি বাবুর বাড়ি করত কাজ
শরীর ভরা যৌবন তার সংশয় জুড়ে থাকতো লাজ ।
সন্ধ্যাবেলা দিদিমনির সাক্ষর অভিযান
বয়স্করা উৎসাহ আর উদ্দীপনায় টান ।
মেয়েটিও গেল শিখল সেথা বর্ণপরিচয়
এবিসিডি এক এ চন্দ্র কথামালা বোধোদয় ।
কিশলয় ও সহজপাঠের শিক্ষা হল শেষ
বাংলা অংক ইংরেজি আমাদের পরিবেশ ।
ফাইভ সিক্স সেভেন এইট উচ্চ বিদ্যালয়
শিখল সে মেয়ে মনটি দিয়ে অন্তর আলোময় ।
মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার নাও ছোটে
প্রয়োজনীয় অর্থ দেবার দয়ালু মানব জোটে ।
মাস্টার্সে প্রথম বিভাগ গবেষণায় মন
অধ্যাপিকার চাকরি পেল এল শুভক্ষণ ।
চিনলো যত লোলুপ দৃষ্টি সমাজের অভিশাপ
কৃতকর্মের অনুশোচনায় মনমাঝে অনুতাপ ।
আশ্রম খুলে নিয়েছিল শিশুশিক্ষার ভার
বুঝেছিল মেয়ে সাক্ষরতাই সমাজের হাতিয়ার ।
সাক্ষরতাই আনবে দেশে আলোকের সন্ধান
সমাজ দেবে শিক্ষালোকে নারীদের সম্মান ।