এর পর যেনো তুমি খুব কষ্টে থাকো;
অন্ধ হয়ে যাও, যেদিকেই দুই চোখ রাখো
কিছুই দেখতে না পাও, তোমার চারদিকে
যেনো শূন্য হয় অম্লজান, ঝিলিকে ঝিলিকে
কেঁপে ওঠো, শ্বাস নিতে যেনো কষ্ট হয়,
তুষার, আগুন, দাবানল যেনো সকল সময়
ঘিরে রাখে, বিষাক্ত শিংকেন, ব্রোট, ভাত,
জুপে, রামকেজে, জাফট; যেনো আসে রাত
সুন্দরবনের সুন্দর বাঘের মতো; ঘুমহীন চোখে
আমাকেই শুধু দেখো তুমি শূন্য ওই বুকে।
তৃষ্ণায় শুকনো হয়ে খেতে গিয়ে জল
যেনো দেখো গ্লাশ ভ’রে জ্বলে দাবানল।
আমাকে নিশ্বাসে নিও, আমি অম্লজান,
তৃষ্ণা লাগলে দিনরাত গ্লাশ ভ’রে পান
করো আমাকেই; ঘুম এলে সারারাত ধ’রে
ঘুম যেয়ো আমাকেই উষ্ণ শয্যা ক’রে;
আমাকে জড়িয়ে ঘুম যেয়ো, ভোরবেলা যেই
ঘুম ভাঙবে, বারান্দায় ফোটা দেখো আমাকেই।