আমাদের বাহু আর জড়িয়ে ধরবে না আমাদের,
ঠোঁট আর ব্যাকুল হবে না আমাদের ঠোঁটে।
একলা যাচ্ছো, তুমি জানো না মহাজগতের
কোন দিকে; আমিও জানি না সূর্য কোন দিকে ওঠে।
দাঁড়িয়ে থাকছি একা, শূন্য, নিঃস্ব, ছিন্ন, ভিন্ন ভিখিরি;
ভাঙা থালার মতো পেতে হাত ভুগছি দুরারোগ্য জ্বরে;
যদি কেউ ছুঁড়ে দেয় একটিও কানা পয়সা পথে পথে ফিরি,
হঠাৎ মুঠোতে দেখি একফোঁটা মুক্তো টলমল করে।