ঘুমে জাগরণে দেখি বিশ্ব জুড়ে এক বিশাল পঙ্কের সরোবর।
কিছু নেই পঙ্ক ছাড়া, দিকে দিকে পঙ্কের বিস্তার; তার তীরে
দাঁড়িয়ে রয়েছি- অন্ধ, শূন্য থেকে বয়ে আসে ঠাণ্ডা কালো ঝড়
অশেষ পঙ্কের; পঙ্ক ছড়িয়ে পড়ে মহাবিশ্বে, বয়ে চলে চাঁদতারা ঘিরে।
কিছুই দেখি না পঙ্ক ছাড়া আমার হৃৎপিণ্ডে, নষ্ট চোখের ভেতরে
ঢোকে পঙ্কের শীতল ঢেউ, শব্দহীন কাঁদে ভারী দুষিত বাতাস,
দেখি আমি: মাটি থেকে নীলিমা পর্যন্ত বদ্ধ পঙ্কের সরোবরে
পাখা ঝাঁপটে ডুবে যাচ্ছে আমার শুভ্র স্বপ্ন- আজ পঙ্কিল রাজহাঁস।