এই অভিশাপ পাপের নয় ,
এই অভিশাপ অনুতাপের ।
এই যন্ত্রনা ভালোবাসার নয় ,
এই যন্ত্রনা উচ্চাশার ।
এই সুখ সফলতার নয় ,
এই সুখ নীরবতার ।
এই দুঃখ যন্ত্রনার নয় ,
এই দুঃখ কুমন্ত্রণার ।
এই ফল ফুলের নয় ,
এই ফল হল সিক্ত মূলের ।
দূরত্বে ভালোবাসা কমে না ।
মানসিকতায় কমে ।
উচ্চতায় বরফ জমে না ।
শীতলতায় জমে ।
রাত্রি আঁধার আনে না ,
আঁধার আসে সূর্যের অনুপস্থিতিতে ।
মন কিছুতেই বাস্তব মানে না ,
পারে না সত্যটা চিনে নিতে ।।