আগামীর তমস পথে,পথে
বাতিস্তম্ভ হয়ে আলো সাথে –
রয়ে যাবো, এইটুকু বাসনা ।
পায়ে পায়ে সীমানা পেড়িয়ে
উচ্চাসা যত দুপায়ে মাড়িয়ে
লোভাতুর অঙ্গন ছাড়িয়ে
ভ্রষ্টাচারের জঙ্গল সরিয়ে
পৌঁছাবো গন্তব্যের সীমানা…।
আগামীর তমস পথে,পথে
বাতিস্তম্ভ হয়ে আলোর সাথে –
রয়ে যাবো, এইটুকু বাসনা।।
কত কথা , কত গান
সে সুরে আছে আহ্বান
ব্যথার কণ্ঠে ঝরে শোক।
মিলেমিশে বৈভব ও দুর্ভোগ
শান্তির শুধু আকূল কামনা।
আগামীর তমস পথে,পথে
বাতিস্তম্ভ হয়ে আলো সাথে –
রয়ে যাবো, এইটুকু বাসনা ।
কিছু ছায়া রেখে যাবো
বন্ধু নামেই দেহহীন বেঁচে রব।
পুঁতেছি যে বীজ সরণীতে
প্রশান্তি ভরাবে ধরণিতে
ছায়া হয়ে কাছে রব-কামনা।
আগামীর তমস পথে, পথে
বাতিস্তম্ভ হয়ে আলো সাথে-
রয়ে যাবো, এইটুকুই বাসনা।