যাঁতাকল হলো এমন-ই একটা কল যা চিরকাল আছে
দুঃস্থ মানুষ আর চাল ডাল পিষ্ট যে হয় তাতে।
যাঁতাকলে পেষে চাল ডাল গম মানুষই পেষাই করে
মাঝে মাঝে দেখি স্বামীরা স্ত্রী কে স্ত্রীরাও স্বামীকে যাঁতাকলে পিষে থাকে।
যেখানে দেখবে উঁচু নীচু ভেদ যাঁতাকল সেথা আছে
এ ওকে পিষছে সে তাকে পিষছে যে যেমন বাগে পাবে।
আগেও সে ছিলো পরেও থাকবে যাঁতাকল বলে কথা
পেষাই যাদের পেশা তারা জানে যাঁতাকল রূপকথা।
মহিমা বাড়াতে উঁচু নীচু সবে যাঁতাকলে পিষে থাকে
যাঁতাকল তুমি যুগযুগ জিও শোষণের মাঝে থেকে ।
জানিনা কে তাকে এনেছিল ভবে দারুণ এই যাঁতাকল
যন্ত্র নয়কো যন্ত্রণা দেয় ভেঙে গুঁড়ো করা কল।
ঠাকুমা ঘোরায় আমিও ঘোরাই খেসারি ও মুগ ভাঙি
সাবেকিয়ানা লেখা ছিলো তাতে গৃহস্ত বাড়িতে জানি।
গ্রাম গঞ্জেতে এখনো দেখতে পাওয়া যায় আজকাল
মানুষ নয়কো সে যাঁতায় পেষা যায় শুধু চাল ডাল।
যাঁতার মহিমা শাসন ও শোষণে পার পাওয়া যায় নাকো
যাঁতাকলে পড়ে শহীদ হয়েছে নিরীহ মানুষ কতো।
যাঁতাকল আছে জীবনে সবার কারো বেশী কারো কম
যাঁতাকলে পড়ে হয়রান হয় কতো মানুষের দম।।