শিশু বেলা খেলাধুলা খুশি ভরে কাটে,
পিতা মাতা গুরুজনে মাখে মায়া ভরে ;
এক সাথে পাঠশালে লেখাপড়া করে,
ছুটি হলে গান গেয়ে ফিরে চলা বাটে;
বিকেলেটা সাথী সনে খেলা করে মাঠে,
সাঁঝ বসে মনোযোগে মার কাছে পড়ে,
গুরুজনে মান্য করি শ্রদ্ধা হৃদে ধরে;
উপদেশ দেন তাঁরা মন দিতে পাঠে।
বন্ধু প্রীতি সাথে সবে পণ রাখি মনে,
পিতামাতা যাহা বলে চলিব সে মতে;
আমাদের ভালো সদা চান তাঁরা মানি,
জীবন সাজাবো মোরা শিক্ষা দীক্ষা সনে;
সমাজের হিত কাজে চড়ে কর্ম রথে,
অধ্যবসায় সাফল্যে এনে দিবে জানি।