বিজুলির ঘনঘটা আকাশেতে ছায়,
কালো মেঘে ভরে আছে দেখে লাগে ভয় ;
ধরণী সরসা হলে চাষি সুখে রয়,
ফলে ফুলে ভরে ধরা প্রভুর কৃপায়;
দুমুঠো আহার তরে গরিবেরা ধায়,
বরষা অধিক হলে ডেকে আনে ক্ষয়;
দীন দুখী করজোড়ে গাহে প্রভু জয়,
অনুষ্টুপ ছন্দে কবি কাব্য রচে তায়।
সুজলা সুফলা ধরা পুষ্ট বর্ষা জলে,
প্রণমিয়া প্রভু নামে জয়ধ্বনি বলে।
যাহার কৃপাতে এই জগতের সৃষ্টি,
আলো বায়ু জল দানে ভবে জীবে বাঁচে;
সর্বজীবে সমভাবে রাখেন যে দৃষ্টি ,
বর্ষামঙ্গল রচিয়া কবিমন নাচে।