তোমাকে ভালোবেসে, অনেক যন্ত্রণা সয়েছি ।
তোমাকে ভালোবেসেই, আমি একা রয়েছি ।
তোমাকে ভালোবেসেই, আমি নিঃসঙ্গ হয়েছি ।
তোমাকে ভালোবেসেই, যত দুঃখ জীবনে ।
তোমাকে ভালোবেসেই, আমি কাঁদছি গোপনে ।
তোমাকে ভালোবেসেই, ব্যথা পেলাম মনে ।
তোমাকে ভালোবেসেই, জীবনটা নির্জনে ।
তোমাকে ভালোবেসে, আমি হলাম না তো সুখী ।
তোমাকে ভালোবেসেই, গতি মৃত্যুমুখী ।
তোমাকে ভালোবেসেই, একাকীত্ব দিল উঁকি ।
তোমাকে ভালোবেসেই, মনটা হলো দুঃখী ।
তোমাকে ভালোবেসেই, পথ হল কন্টকময় ।
তোমাকে ভালোবেসেই, ব্যাথা পেলো প্রশ্রয় ।
তোমাকে ভালোবেসেই, আমার অবক্ষয় ।
তোমাকে ভালোবেসেই, আজ আমি অসহায় ।
তোমাকে ভালোবেসেই, প্রানটা যায় যায় !