শ্রাবণ শেষে ভাদ্র এলো
তবু আকাশ কালো,
সারাটা দিন বৃষ্টি ঝরে
লাগে না যে ভালো।
কাশের ফুল লুটিয়ে পড়ে
বৃষ্টি ভেজা হয়ে,
শিউলিগুলিও ভূলুণ্ঠিত
কাদা গায়ে লয়ে।
কাদম্বিনী যাও ফিরে যাও
তোমার নিজ স্থানে,
শিউলির গন্ধ ছড়াতে দাও
শরতের প্রাণে প্রাণে।
আসছে উমা বছর পরে
মর্তে বাপের ঘরে,
বাতাস মাঝে পুজো গন্ধ
তাইতো গেছে ভরে।
জগৎ খুশি পুজো আনন্দে
ঝরবে শিউলি রাশে,
আগমনীর আগমনে
হরষে ভূলোক ভাসে।