ফট্ ফটা ফট্ ফাটছে বাজি
কালী পুজোর রাতে,
পাড়ার মোড়ে ঘরের দোরে
বিকট শব্দ সাথে।
বাড়ির হুলো পাড়ার ভুলো
ভয়ে পগার পার,
নিমেষ মধ্যে লুকায় গিয়ে
নির্জন গোপন ধার।
এমনি সময় হুলো ভুলোর
বেজায় রেষারেষি,
বাজির কারণে হৃদ কম্পন
দোঁহের মেলামেশি।
শব্দ দানব ভয়ে তারা
হিংসা ভুলে মনে,
লেজ গুটিয়ে চুপটি করে
রয় যে বসে কোণে।