হিমের রথে চড়ে তবে কি এবার স্বর্গারোহন ?
একে ধনের অভাবে দিবানিশি সংসারে ভূকম্পন-
তারই সাথে যুক্ত হল অসহ্য শীতল ভূমণ্ডল ,
ছেড়ে দে মা কেঁদে বাঁচি ,বড় অসহায় নাই অবলম্বন।
ওৎ পেতে আছে ক্ষুধার্থ ডাক্তার ,শূন্য পকেট সম্বল,
সুজন হাসে দূরে দূরে আমি শ্রেণী হারা একা –
জগৎ জননী মাগো হয় টাকা দে ,নয় দেখা ।
হিমায়িত ঘর,ভাঙা টালির ফাঁকে চাঁদ হাসে একা।