তালের বাহার ফলের আহার
গন্ধ এলো বাসে ;
পঁচা ভাদর তালের আদর
সুবাস নাকে ভাসে।
ভোরের বেলা. তালের মেলা
বানাই তালের বড়া,
গরম দিনে তাল যে কিনে
বেচবো দামে চড়া।
পুজোর দিনে. কানাই বিনে
মন বসেনা ঘরে,
তালের ক্ষীরে নারকেল চিড়ে
ভোগ দেবো যে পরে।
কলির সন্ধ্যে তালের গন্ধে
তালের খাবার আশে,
ধরি আয়েশ বানাই পায়েশ
রাখি ভাদ্র মাসে।
আনন্দ আজ সবার কাজ
শেষে প্রসাদ পাবো,
তালের বাসে সবাই হাসে
মিলে মিশে খাবো।