কল্পনাতে এঁকেছিলাম
জল রঙের ছবি,
লালের রবি পুব আকাশে
কাব্য লেখে কবি।
প্রশ্ন দেখা মনের মাঝে
আসবে তুমি কবে,
সিঁদুর ভালে আঁকবে যবে
পরশ খানি রবে।
আমার প্রেমী ভুবন মাঝে
ভালো মানুষ বলে,
ছেলে পড়ায় গাঁয়ের টোলে
কচি কাঁচার দলে।
বিয়ের দিনে ফুটবে ফুল
শরম মাখা আঁখি,
ঘোমটা ধরে রাখলে লাজ
মাথায় ধরে রাখি।
জীবন তরী বাইবো দোঁহে
প্রেমের ফুল ফোটে,
অল্পে খুশী থাকতে হবে
ভালোবাসার ঠোঁটে।