শারদ আকাশ নীলে পেঁজা তুলো ভাসে
সবিতা রানির তেজে ধরা আলো হাসে।
প্রকৃতিতে বাজে দেখি আগমনী সুর
আসিবে পার্বতী বিশ্বে পাড়ি বহু দূর।
শিউলি ঝরানো ফুলে চিত্র ধরে রাখে
পাখিদের কোলাহলে ভরা থাকে শাখে।
কাশেদের বনে দোলা সমীরণে করে
গুঞ্জরিত অলিকুলে গায় মৃদু স্বরে।
সবুজ পত্রেরা জলে পঙ্কজের মাঝে
উর্ধ্বমুখে পদ্ম চেয়ে রবে পূজা কাজে।
শিশির বিন্দুর জলে সোনা রোদ মাখা
হীরক দ্যুতির ছটা ঘাসে ঘাসে রাখা।
শারদ আকাশ বলে উমা এলো ঘরে
বাপের বাড়িতে আসা দশ দিন তরে।
ষষ্ঠীতে বোধন হবে ফিতা কাটা রবে
নবপত্রিকার স্নান সপ্তমীতে হবে।
অষ্টমীতে মহাপুজো সন্ধিপুজো সাথে
নবমীতে সিদ্ধি পুজো ধরে সব মাথে।
দশমীতে বিসর্জন মাতা যাবে ফিরে
কৈলাসেতে মহাসুখ মহাদেব ঘিরে।