জন্ম দেওয়া কি মুখের কথা গর্ভে ধারণ করে
দশ মাস ধরে বহন যে করে হাসির মুখটি ধরে।
গরিয়সী মাতা জন্মদাত্রী ভূমিষ্ঠ পরে হাসে
লালন পালন যত্নের সহ টীকা দান রহে মাসে।
আঙুল ধরে যে হাঁটতে শেখায় হাঁটি হাঁটি পা পা বলে,
ছোটোর থেকেই বর্ণমালার আঁধো আঁধো বুলি চলে।
লেখা পড়া সব মায়ের শেখানো রাস্তা ধরেই হাঁটে
যোগ্য পুত্র শিক্ষার মাঝে দিনের বেলাতে কাটে।
অধ্যয়নের সোপান পেরিয়ে প্রতিষ্ঠিত যে আজি
বিদেশ যাবে না থাকবে হেথায় মাতৃ সেবায় রাজি।
মায়ের তুলনা হয় নাকো মোটে পরিশ্রমের পাত্রী
আধ পেটা খেয়ে সন্তান মুখে এমন তরো সে দাত্রী।
ছেলের সুখেতে সুখী থাকে মাতা এমন নজির কত
মায়ের ডাকেতে ছুটে আসে সদা মায়ার বাঁধনে শত।
বৃদ্ধাশ্রমে এমন ছেলের মাতা কভু নাহি যাবে
সুখের দুখের আঁচল মাতার ছেলের মাথাতে পাবে।
জন্মদাত্রী ভারত মাতার শস্য শ্যামল দেশ
নানা ধর্মের নানা বর্ণের মিলিত যে রেশ।