সারাদিন পরে আমি যখন দিনান্তে ,
তোমার আচরনেই পারলাম জানতে ,
ওটা ভালোবাসা ছিল না ।
কিন্তু বাস্তবে মন সায় দিল না ।
আর একটিবার দেখ ভেবে ।
নাকি এটাই স্থির , এখনই বিদায় নেবে ।
অস্থির মনে তোলপাড় ।
আর হৃদয়ে হাহাকার ।
ব্যথিত আমি তোমার বিহনে ।
তবু আশা জাগিয়ে রেখেছি মনে ।
মোহ ভেঙে যদি আসো ফিরে ।
নতুন করে যদি চিনতে পারো মোরে ধীরে, ধীরে ।
কিন্তু বাস্তবে কি হয় তা ?
পূনর্মিলন, সে তো সাহিত্যের মন গড়া কথা ।