মন্দিরে মূর্তিতে ছবিতে তোমাকে খুঁজেছি নিরন্তর!
করজোড়ে ডেকে ডেকে তোমাকে জাগাতে চেয়েছি সহস্রবার!
তুমি পাশে নেই ভেবে বুক চাপড়েছি দুঃসহ যন্ত্রণায়!
তোমার দেবালয়ের দরজায় মাথা কুটেছি বিপদের দিনে…!
তখনও বুঝিনি…তুমি সাথেই আছো…
যেদিন স্মিত হেসে বলে গেলে-
মাথায় আশীর্বাদের হাতখানি ছুঁইয়ে গেলে-
সেদিন থেকেই শুরু হল তোমাকে চেনা..
শুরু নতুন পথচলারও…
এতদিনের ভুল জানা সেও কি তোমারই খেলা?
তবে তাই হোক –
তোমাকে চেনার চোখ দিয়েই না হয় এই জগৎকে নতুন করে চিনবো –
ভুলে ভরা সকল কর্ম অর্পণ করলাম তোমার চরণে –
তোমার ঐ স্মিত হাসির মরুদ্যানে ভেসে থাকুক আমার চোখের বালিয়াড়ি…
আজীবন..।