কামুকের মনে কোনো পাপ লেগে নেই,
নিজেকে দিয়েছে উজাড় করে।
সে হতে পারে দ্বিতীয়ার চাঁদ
আমার স্বপ্নের আকাশে,
তবু নির্জলা আবেদন ছিল এত সুন্দর
এত প্রেরণার রামধনু!
পুরুষের কাঁধে তাই কামের বোঝা
ভারী লাগে না এতটুকু।
নিষ্পাপ বর্তমানে সুখ লেগে আছে
মনের সিন্দুকে শিরীষের আঠায়,
রাত্রি আরো দীর্ঘায়িত হলে
কামুক আরোও উল্লসিত, এমন অভিনব
জীবনের স্বাদ হঠাৎ স্বপ্নে ছড়িয়েছে
একভাঁড় রস, বাঁচা তো কঠিন নয়-
মনে হলো ঠিক এসময়
এতটা রাস্তা হাঁটার পর।