ভাদর মাসে তালের আদর
তাল কুড়াবে মেয়ে,
বাড়ি ফিরে ছাঁকনি দিয়ে
তাল যে ছাঁকে বেয়ে।
তালের ক্ষীরে নারকেল পরে
চিনি সুজির পাকে,
মাঝে মাঝে খুন্তি নাড়া
গন্ধ আসে নাকে।
তালের বড়া অতি মধুর
গোপাল খাবে আগে,
পুজোর শেষে প্রণাম করে
তবে পাবে ভাগে।
ভাদর মাসে গোপাল পুজো
তালের লুচি রবে,
তাল বাগানে কুড়ায় কত
মিষ্টি মাড়ির হবে।
মা ঠাকুমা যত্ন ধরেন
রকমারি করে,
এখনকার বৌ কেঁদে মরে
তালের আঁটি ধরে ।