মনের আনাচে কানাচে জমিয়ে রাখা অভিমান
ফুলদানী তে রাখলে -রক্ত গোলাপ।
ফেলে আসা পথে -অন্ধকার,শূন্য হাত
বতর্মানের পাতা উল্টায় তাই…
অবাক গল্পে –
মাতাল হওয়া মানুষ টা ,-ঝুম বৃষ্টি রাতে
নীরব থাকলে কবরের ওড়না খুলে যায়।
সযত্নে ঢেকে পাপড়ি মেলে নদী
ঘুম ভাঙে সূর্যেরও।