ওরে মন আজ তুই উড়ে যা মেঘেদের কাছে-
দেখ সেথা পাস কিনা সুখের পরশ।
আজ এ ধরার ভূমে মন (তুই) বড় ক্লান্ত,
হিংসা আর দ্বন্দ্বের সাথে লড়তে লড়তে।
মেঘেদের কাছে গেলে পাবি-
শান্তি আর শান্তি, নীরব থাকার শক্তি, ভালোবাসার মতো মহৎ জিনিস ছড়িয়ে দেওয়ার ক্ষমতা।
সুন্দর এই ধারায় দেখেছি শুধু
রক্ত আর রক্ত, অসত্যের আরাধনা, সুন্দরের ধ্বংস হওয়া।
আর পারিনা লড়তে…।
তাই মন আমার আজ তুই ওঠ ঊর্ধ্বপানে।
অসীম নীলাকাশে হারিয়ে গিয়ে-
দেখ সেথা পাস কিনা সুখের পরশ।