জীবকুল চায় স্পন্দিত হোক আপন বংশ ধারা,
পৃথিবীর বুকে রেখে যেতে চায় তাইতো প্রাণের সাড়া।
মিলনের মাঝে মেতে ওঠে তারা সৃষ্টির উল্লাসে,
স্ফূরিত তখন প্রাণ অগণণ অদম্য উচ্ছ্বাসে।
ঝড় দুর্যোগে প্রকৃতির রোষে দুর্ভোগে ভুগে প্রাণ,
সেই দুর্যোগে ছেড়ে গেল কেউ লড়াইয়ের ময়দান।
সীমিত খাদ্য, বাসস্থানের অধিকার টুকু পেতে,
দুর্বল জীব লুপ্ত হয়েছে সুকঠিন সংঘাতে।
রয়ে গেল যারা বিস্তার করে আপন নিদর্শন,
নব প্রজন্ম ধারায় দিয়েছে উন্নত লক্ষণ।
ডারউইনের তত্ত্বে তো সেই জীবন জয়ের থিসিস,
সুবিখ্যাত সে বইখানি “দ্য অরিজিন অফ স্পিসিস”।