আস্তে আস্তে কাছে আসছে দূর
আস্তে আস্তে স্বরে বসছে সুর ।
ভেসে উঠছে চাঁদ বনিকের ‘ মধু ‘
সীমান্তে রণ নিভিয়ে এসো বঁধু ।
বাস্তু আঁধার আগলে ছিলো সাপে
সন্ধ্যা মানিক জ্বালবো ধাপে ধাপে ।
সাজবে শীষে নবান্নে ধান সোনা
জীবন , বাঁয়ে অবাধ্য লিখবো না ।
একলা শোকে টগর বেলীর ঘ্রাণ
মধুপ এলেই ফিরবে আবার প্রাণ ।
কাটলে দন্ডী , অতীশ দীপঙ্কর
আসবে অশ্বে , ভরবে মেধায় ঘর ।
সংঘমিত্রা , রাত্রি হলো ঘোর
বাইরে কেন ? জাহাজ ফেরাও জোর ।
বোস্টনে কি হেঁচকি ওঠে রোজ ?
বন্ধু এসো , পূর্ণ হবে খোঁজ ।
আর দেরি নয় , বৃষ্টি হবে আজ
কামধেনু মেঘ করছে কারুকাজ ।
কতক জন্ম ছিলাম পরবাসে
নতুন জন্ম আসুক মধুমাসে ।