তোমার জন্য অসাবধানে
মন রেখেছি মুড়ে ,
যেমন খুশি খুলতে পারো
দেখবে জীবন জুড়ে ।
অসাবধানে হতেই পারো
মাত্র একটা দুপুর ,
আর কারো নয় , আমার মেঘে
মুক্তোবনে টুপুর ।
বললে তুমি — কীভাবে হই !
জড়িয়ে আছে শেকড় ,
ভাবতে পারি , কাব্যে বাজি
নাব্যে ভাসে ভেতর ।
সাবধানী চুল খোঁপার ভিতর
কাঁটার মতো নড়ে ,
অসাবধানেই উড়লে ও চুল
শ্রাবণ ঝরে পড়ে ।
চোখ খুলেছি , চোখ বুজেছি
তোমার প্রতিচ্ছবি ,
লিখেছো সব , হচ্ছো শেষে
সাংবিধানিক কবি ?
অভিমানীর স্বর শোনালে
— অসাবধানেই চলো ?
দুপুর হতে বললে তোমার
কবে আসবে , বলো !