তরবারি নিজে জানে না কতটা ধার
রক্ত ঝরালো মানুষের সংসার ।
পাহাড় চেয়েছে আকাশের কাছে যেতে
মানুষ নামালো ডানা কেটে মৃত ক্ষেতে ।
বৃষ্টির বনে মেঘ মিশেছিল থই
মানুষ ওড়ালো মানুষের কাঁধে খই ।
নদীর চোখেও ছিল না মোহনা ভয়
মাথা গেঁথে দিল মানবিক সংশয় ।
সুখ সভা ভোজে বিষাদ দিত না যোগ
বোধ এনে দিল মানুষের ঘোড়া রোগ ।
বট কি জানতো বেঁটে হবে কোনোদিন ?
মানুষ চেয়েছে ছায়া হোক পরাধীন ।