মনের ভিতরে মন নির্জন
তারই দশকোণা অতল সিন্দুক তল
তুমিই দেখেছো
হাটখোলা হৃদয়ের পরপর মর্মপাতা
মুখস্থ তোমার
আমার সমস্ত দূর্বল দ্বীপের দিশা নখের মুকুরে
আপাদমস্তক আমি বন্দী হয়েছি
এই প্রায় পৃথিবীর পরিচিত প্রশ্বাসে
পরম নিশ্বাস ভূমি তুমি
অন্তর তথ্যের টনটনে উত্তাপ দখল করেছো
চনমনে চরাচরে চরম বিশ্বাসী শত্রুও তুমি
থই থই জনপদে লজ্জার নীলপথে
নিরুপায় নিঃস্ব হয়েছি
তুলে রেখো আমার স্বচ্ছ মাতাল দৃশ্য
তোমার অনন্ত ক্ষমার ভীড়ে মাতৃ ক্যামেরায়
ধুম্ জ্বরে ধরে রেখো আমার মশারি মুখ
একশো একের ভুলে
কাপালিক করোটি করো না