বিপথে
গ্রামের গরিব ঘরের মেয়ে তরী। পড়াশোনার সূত্রে কলকাতায় আসা।অনেক কষ্টে বাবা পড়াশোনার খরচ জোগাচ্ছেন, পাস করে মেয়ে ভালো চাকরি পাবে! কলকাতায় এসে শহরের চাকচিক্যে তরীর মাথা ঘুরে যায়। সঙ্গে জুটে যায় বেশ কিছু বখে যাওয়া ছেলে মেয়ে।তাদের সঙ্গে মিশে তরী নিজেকেও ওদের মত ভাবতে শুরু করে। মনে মনে আকাশকুসুম রচনা করে ফেলে। ফলে পড়াশোনা লাটে উঠল।পরীক্ষায় রেজাল্ট খারাপ হতে লাগল। এক দিন বন্ধুদের সঙ্গে নাইট ক্লাব থেকে মাঝ রাতে ফেরার সময় একদল ছেলে ওর শ্লীলতাহানি করে ওকে খুন করার চেষ্টা করে। ও কোনোক্রমে বেঁচে যায়।তবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।আজ সব হারিয়ে তরীর স্থান হল এসাইলামে।