সনুর সান্তা ক্লজ
আজ বড়দিন। সনুর মনে খুব আনন্দ। আজ ভোরবেলা সান্তা তাকে একটা খুব সুন্দর উপহার দিয়েছে । তার অনেক দিনের ইচ্ছে একটা পিয়ানু।বাবার কাছে সনু অনেকদিন ধরেই বায়না করেছে একটা পিয়ানু কিনে দেবার জন্য। বাবা বলেন বড়দিনে সান্তাক্লজ এর কাছে বলে রেখো; সন্তাক্লজ ঠিক তোমার ইচ্ছে পূরণ করবে। আজ সান্তা সনুর মনের কথা শুনেছে। শুধুকি তাই একটা বড়দিনের কেক ও দিয়ে গেছে। সনুর আনন্দ আর ধরে না। ও সকাল সকাল স্নান সেরে তৈরি হয়ে নিলো বন্ধুর বাড়ি গিয়ে সব কিছু বলবে বলে। বাড়ি থেকে বেরিয়ে দেখে একটা ছেলে ওদের বাড়ির পাঁচিল ঘেঁষে বসে, শীতে কাঁপছে।ছেলেটার গায়ে কোনো গরম পোশাক নেই।সনুর খুব মায়া হল।ও ভাবলো ওই ছেলেটা যদি জানত সান্তাকে বলে রাখলেই সান্তা সেটা দেয় তাহলে ওকে আর শীতে কষ্ট পেতে হত না। ও বন্ধুর বাড়ি না গিয়ে বাড়ি এসে চুপিচুপি নিজের একটা সোয়েটার নিয়ে ছেলেটার গায় পরিয়ে দিল। কেক’টাও দিয়ে দিল ওকে। ছেলেটা সোয়েটার আর কেক পেয়ে খুব খুশি হল। সনুর মা বারান্দা থেকে সবটা’ই দেখেছেন। তিনি ঈশ্বরকে মনে মনে স্মরণ করে বললেন “সনু যেন সবার কাছে সান্তা হয়ে উঠতে পারে, ও যেন এমনই থাকে।” ছেলেটার মুখের হাসি দেখে সনুর খুব আনন্দ হল। ও আনন্দে লাফাতে লাফাতে বন্ধুর বাড়ির দিকে রওনা হল।