স্বাধীনতা আমার কথা,
যাত্রা শুরু মহান্তে,
অন্ধকার মাটি থেকে
আলোর স্বপ্ন জাগ্রত।
মনে আছে কি সেই বিপ্লবের কথা
ক্ষুদিরামের জীবন ত্যাগের কথা?
বা নেতাজির নিখোঁজ হওয়ার কথা?
তারা হারিয়ে যায়নি এই তল্লাটে
গেছে আমাদের ভারতমায়ের কোলে,
তাকে জয়গান শোনাতে!
স্বাধীনতা শুধু শব্দ নয়,
রবীন্দ্রনাথের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা মানে
মর্মান্তিক স্মৃতির স্তূপ,
স্বাধীনতা মানে
শত মায়ের কোল খালির দুঃখ।
এই মাটি আজও
রক্ত গুনছে
রাজনীতির রক্ত,
হিন্দু মুসলমানের রক্ত,
ঘৃনা, অভক্তির রক্ত!
এই কি স্বাধীন ভারত?
স্বাধীনতা হলো
মানবতার শ্রেষ্ঠ উপহার,
যেখানে সমতা আছে সকলের মাঝে।
বাধা, বন্ধন,
দ্বন্দ্ব, ভীতি ছাড়া,
স্বাধীনতায় নির্বাসন করে
মানবতার অন্যতম প্রতিচ্ছবি।
জয় হে স্বাধীনতা,
জয় হে ভারত
যোদ্ধা! জীবনদানে তোমাদের সেলাম।
আমার লেখা শেষ তোমাদেরই নামে
আমার স্বাধীন ভারত, শুধুই স্বাধীন ভারত
কলঙ্কহিন ভারত!