সভ্যতার শেকড় সম্পদ শ্বাস , গণতান্ত্রিক মাটির ধর্ষণে
ক্রমশ মৃত্যুর মতো ভারী হয়ে আসছে ।
আসন্ন ষষ্ঠ মহাপ্রলয় যজ্ঞের ঋত্বিক রহস্য
মহীয়সী ডাইনোসর মমির অজানা নয় ।
পৃথিবীর পেটে গিনেস বালিস আর
হিউম বিছানার এপাশ ধপাস্ ।
দেশে দেশে কুন্ডলিনী পাকে হাজার হাজার
দ্বীপে মোচ্ছব আর টিকে থাকা নাড়ির খিঁচুড়ি ।
শ্লোকের জন্ম হচ্ছে নীতির কার্নিসে ।
পিরামিডের মসৃণ খাঁজ বেয়ে
ঝমঝম ঝরে পড়বে পূর্ণ পাকস্থলী ঘুম !
ঘুম ভাঙা চোখে ভাসবে আইফোন দর্পণ !
এতোটা পথ হেঁটে অক্ষর হরফ সন্ধি
বেলাইন সিগন্যালে এখন ঘুমিয়ে ।
জেগে উঠলেই বিন্যাস বদলে আবার ডুবতে হবে
নতুন অনুবাদের দৃশ্য সঙ্গমে ।