ঘুমের মাঝে স্বপন সনে
নিদ উড়ানে ভেসে,
গেলাম সুদূর নিলাভ পথে
মেঘ পরীদের দেশে।
পৌঁছে দেখি আলোক উজ্জ্বল
শশী তারার হাসি,
ডানা মেলে পরীরা সব
ঘুরছে সেথায় রাশি।
দুই সই পরী তীর ফুল হাতে
গেলো পদ্ম বনে,
নীলপদ্ম তো সাথেই আছে
লাল পদ্মের স্বাদ মনে।
পদ্ম মাঝে ভ্রমর তখন
মেতে সুধা পানে,
প্রজাপতি ঘুরছে সেথায়
পদ্ম সুবাস টানে।
পরীর দেশে ঘুরছি সুখে
খুশিতে প্রাণ ভরে,
হঠাৎ ঘুমটি ভাঙ্গলে দেখি
আছি শুয়ে ঘরে।