স্বজন জনে দ্বেষের কথা
বললে সরল ভরে ,
দুর্বলতার সুযোগ নিয়ে
বিপদ আসে ঘরে।
বন্ধু ভেবে মনের কষ্ট
বললে কোনো জনে,
অনেক সময় সেই বন্ধুই
আঘাত হানে মনে।
পরনিন্দা পরচর্চা
মন বিচ্ছিন্ন করে,
প্রতিদানে শত্রু বাড়ে
মনের শান্তি হরে।
স্বজন যতই হোকনা খারাপ
রাখো গোপন সনে,
ভুল ভাঙলে আপন জনই
আসবে বিপদ ক্ষণে।
জ্ঞানি যে জন বিবেক দিয়ে
বুদ্ধি করে চলে,
শত কষ্ট মাঝেও সে
নিন্দা নাহি বলে।