ওগো ঋতুরাজ এসো বন মাঝ
ফাগুন ফাগের রাগে,
পলাশ আগুনে মধুর ফাগুনে
দিকে দিকে ফুল বাগে।
কুহু কুহু ডাকে বৃক্ষ শাখে
কোকিল কণ্ঠ সুরে,
ভরা ফাগে এসো রঙে রঙে মেশো
দিকে দিগন্ত জুড়ে।
লাল লালিমায় ধরা আঙিনায়
করো সুখে তুমি রাজ,
হিজল হিঙুল পলাশ শিমুল
গাছে দিয়ে ফুল সাজ।
ফুলের সুবাসে অলি দলে রাশে
আসবে ফুলের মাঝ,
মধু খাবে চেখে পায়ে পাখে মেখে
সকাল বিকাল সাঁঝ।
জাগে বনময় নব কিশলয়
রঙিন আবেশ ছেয়ে,
যেদিকে তাকাই মনে সুখ পাই
তোমার পরশ পেয়ে।