মামার বাড়ির বড়ো দাদু টোপর মাথায় দিয়ে,
সেজে গুজে বরের বেশে যাচ্ছে করতে বিয়ে।
দাদুর নাতি দশ বছরের কান্নাকাটি করে
তার ও ইচ্ছে দাদুর মতো বউকে আনবে ঘরে।
বাড়ির সবাই বোঝায় তাকে বিয়ে ঠাম্মার সাথে ,
মন্ডা মিঠাই খাব সবাই মজা হবে রাতে।
নাতি তখন বলে হেসে দাদান এখন বুড়ো
খেতে উনি পারিবেন না কাতলা মাছের মুড়ো।