দিবস ভিড়ে আজ শিশুশ্রম বিরোধী দিবস ঢেউ,
শিশু শ্রমিকদের কি যে হবে বলতে পারবে কেউ!
চা দোকানে বাচ্চাছেলে,শৈশবকে উপড়ে ফেলে,
ধুচ্ছে বাসন প্লেটকাপ,সংসার চালানো খুব চাপ!
মাতাল বাবা ক্যান্সার থাবা, সভ্যতার অভিশাপ।
যে মেয়েটা ইঁটভাটাতে ক্লান্ত,পেটের দায়ে কাজ,
দিকে দিকে লোলুপতা কে ঢাকবে তার লাজ!
কিশোরী মা বাচ্চা কোলে,শ্রমিক খাটে দুখ ভুলে,
লাইন দিয়ে মজুরী নিতে,কু মন্তব্য ফ্রিতে জোটে!
শ্রমিক দিবস তাও আসে প্রতিশ্রুতির বন্যা ভাসে,
স্টেশনবাজার পথঘাটে,শ্রমিকশিশু মিছিল হাঁটে।
কিআসে তোমার তাতে,নেটদুনিয়ায় দিব্যি কাটে!
সূর্য যখন অস্তাচলে,নিংড়ে শরীর শ্রমিক চলে,
শ্রমনীতি অথৈ জলে,শিশু শ্রম,কষ্ট আপন তালে!