দেখি চেয়ে কাজলা মেয়ে
ফুল তুলছে বাগে,
মুখের হাসি জোছনা রাশি
হৃদয় রাঙে ফাগে।
এলো চুলে গাঁথে ফুলে
নূপুর পায়ে বাজে,
মুক্তো মালা গলায় শোভে
অপরূপে সাজে।
হরিণ চোখের কাজলা মেয়ের
গুনগুনিয়ে গানে,
মনটা আমার বিবশ হলো
প্রেমের ছোঁয়া প্রাণে।
মনের মাঝে জ্বাললো কনে
অমর প্রেমের বাতি,
ইচ্ছে করে রাখবো ধরে
করে জীবন সাথী।
সুখে দুখে হাসি মুখে
থাকবো পাশে পাশে,
আবেগ ভরা কথা শুনে
কাজলা মেয়ে হাসে।