দেখলি আনা কান্ডখানা
দেখবি তো আয় সবে,
দুই বিড়ালে ঝগড়া করে
গরর গরর রবে।
এমনিতে খুব ভাব চলে রে
ঝগড়াঝাটির পরে,
হুলোবেড়াল চুরির মাছটা
মিনির মুখেই ধরে।
মিনি মোটেও চায় না খেতে
চুরি করা মাছে,
ষষ্ঠীমাতার বাহন ওরা
চুরিতে পাপ আছে।
মিষ্টি হেসে মিনি বোঝায়
শোন্ রে হুলো কথা,
ধরা পড়লে মারটা খাবি
পাবি তখন ব্যথা।