তোমায় ঘিরে স্বপ্ন আমার
বুকের মাঝে রয়,
নিষুত রাতে চুপকথাতে
কতো কথা ক’য়।
তুমিই আমার ভালোবাসার
প্রথম কদম ফুল,
প্রাণের সখি চিনে নিতে
হয়নি কোন ভুল।
প্রেমের কাজল এঁকে দেবো
তোমার নয়ন ‘পর,
সোহাগে তে ভরিয়ে দেবো
বাঁধবো সুখের ঘর।
সুজন সাথী প্রিয়া আমার
ধরো যদি হাত,
জনম জনম থাকবো জেনো
আমি তোমার সাথ।
ভালোবাসি তোমাকেই যে
এতো মিথ্যে নয়,
তোমার জন্য করতে পারি
সকল বাঁধা জয় ।