এই দুনিয়ার পথটা জুড়ে
কতোই পাগল দুখী ঘুরে
ক্ষুধার জ্বালা সয়,
কেউ ভাবে না ওদের কথা
মুখ ফিরিয়ে রয়।
কেউবা কাঁদে কেউবা হাসে
রোগে-শোকে ছিন্ন বাসে
কুড়ে ঘেঁটে খায়,
ধূলো মলিন পথের ধারে
বসত করে হায়!
শীর্ণ কায়া বিষাদ ছায়া
পায় না কারো দয়া মায়া
অশ্রু সজল মুখ,
কপাল দোষে ছন্নছাড়া
জীবনজুড়ে দুখ।
আছে যাদের অঢেল খাদ্য
দিতে পারে যথা সাধ্য
দেবার মনটা নাই,
মানবতায় হাত বাড়ালে
বাঁচবে ওরা ভাই।
পাগল কত নানান বেশে
অন্নাভাবে রোগে ক্লেশে
মরছে পথে হায়!
বিবেকহীন সব মানুষ রে আজ
নেয় না কেহ দায়।
আছে যাদের অঢেল খাদ্য
দিতে পারো যথা সাধ্য
একটু ভাবো তাই,
মানবতার হাতটি বাড়াও
ওরাও মানুষ ভাই।