অনেক তো জীবনে দুঃখ পেলে,
এবার থেকে নিজেকে দামী ভাবতে শেখো।
এতকাল ধরে অযোগ্যদেরও গুরুত্ব দিয়ে,
নিজেকে নিংড়ে যত করে গেছো সহজলভ্য,
জেনে রেখো রাজনীতির সবথেকে বড় আখড়া এই সমাজ সংসারে,আখের গোছানোর ভিড়ে,
তোমার ত্যাগ স্বীকার,সার্বিক মঙ্গল কামনায় নিজেকে নিঃস্ব করে,যে তুমি এতকাল নিজের জন্য সামান্যতম না ভেবে কাজে বুঁদ হয়েছিলে,
বেশ বুঝতে পারছো তো আজ কেউ নেই পাশে,
তোমার জমা কষ্ট গুলো শুনতে অবকাশে,
সত্যিই বোকা তুমি, সরলমতী একাকী আঁধারে।
যাই করো নিজেকে আর সহজলভ্য করা নয়,
মাথা নিচু করে নিজের দায়িত্ব পালনে কাজ করো,
আবার বলবো এবার অন্তত নিজেকে দামী ভেবো,
নইলে একটু ভুল হলো কি না হলো পা দিয়ে
দুমড়ে মুচড়ে তছনছ করে আনন্দ পাওয়ার কাছের লোকের অভাব হবে না মোটেও।
নিজেকে যুগের তালে ছন্দ পালে দামী ভাবতে শেখো,
কেউ হাত বাড়ালে,থেকেও আড়ালে,
না হয় রইলে কষ্টও সইলে,তবুও বলবো
হারাতে দিও না নিজের অস্তিত্ব,সরলমতী স্বত্তাকে।
নাই বা প্রকাশ করলে থাকলে আড়ালে অন্তরালে,
প্রয়োজনে ব্যক্তিত্ব শান দিয়ে পর্দায় ঢেকে রেখো।