পৃথিবীজ সম্পর্কের বিশাল বল্কল খুলে
সাময়িক নিমগ্ন নগ্ন আমি
পবিত্র পিপাসার কূলে ।
শুধু এক ডুব শব্দহীন শব্দসুখ দাও ।
দশকোণা স্বাদ ভুলে গোপনে এসেছি চলে নির্জন
অন্যুন আপন করো , অ-দৃশ্যে রেখো না ।
এখনও অঘোর ঘুমে নাবিকের ঝড়ের সুমতি
শেকড় মেঘের প্রেম প্রকাশ্যে আসেনি ।
দিগন্তের নীল ত্বকে আঁচড় কাটেনি
কোনও যুদ্ধবাজ চিলের বিষাদ ।
নিষাদ ছুঁড়েছে তীর রত্নাকর চোখে !
এইবার জন্ম হবে কবিতার
অন্যুন আপন করো প্লেটোর পরিধি ।