তুমি যা পেয়েছ সবই আপন
তোমার মা আপন
তোমার বাবা আপন
তোমার দাদা আপন
তোমার ভাইবোন; স্ত্রী সন্তান সবাই আপন,
তোমার মত আমারও সব আছে
কিন্তু সবাই পর
একজনও আপন নয়।
তোমার অভ্যেস;তোমার পেশা;তোমার নেশা
তোমার কাছে সবাই আপন হতে পেরেছে,
আমারও সবাই আছে
কিন্তু সবাই দূরে চলে গেছে।
পৃথিবীতে নাম; যশ;খ্যাতি সবই আপন তোমার
আমার কেবল আমিই ছিলাম
আজ সেও হলো পর।