অথচ কথা ছিল পরিব্রাজক হবার,,,
ভবঘুরে হয়ে খোলা আকাশের নিচে প্রতি বিষাদের জোছনায় পুরোদস্তুর ভিজব,
অথবা, শিশির ভেজা সবুজ ঘাসের বুকে নির্দ্বিধায় শুয়ে অজস্র নক্ষত্রমালায় শোভিত ইচ্ছা-খুশির অসুখ নিয়ে মৃত্যুকে করব আলিঙ্গন,
ধর্মান্ধ বলে যারা বিদ্রুপ করবে,,,
তাদের দেখাব, কেমন করে বিষন্ন বেদনাকে বুকে জ্বালিয়ে ঘুমাতে হয় ??
শোনাব, কেমন করে যাপিত জীবনে অভিমানের ঝড় তুলতে হয় ??
জানাব,কেমন করে নিষেধের গণ্ডিতে আটকে ছটফট করতে হয় ??
তবুও, স্রোতের বিপরীতে ভেসে চলা ভাগ্যকেও একদিন সংসারী হতে হয়,,,
পাশব নাচনে প্রমত্ত বেহায়া সমাজ তখনো পুড়ছে ক্ষোভের আগুনে,
জ্বলছে মানব দহনে নির্যাতকের ন্যায় অনাদি উষ্ণতা নিয়ে নিঃসীম ছায়ার মতন আদিম প্রান্তরে,,,।