তোমাকে ঘিরেই আমার এ পংক্তিমালা
উদাসী মনে আজ বিরহের জ্বালা ,
আজ পূর্ণিমা রাতে আকাশে উঠেছে চাঁদ
মনে হল মেঘের ওপারে তুমি বাড়ালে হাত।
আলোকের ঝরনা ধারায় মেঘেদের দেশে
মেঘবালিকা হয়ে যেন যাও তুমি ভেসে ,
বিরহিত মন আজ ব্যাকুল নয়নে
উচাটন হয়ে খোঁজে তোমায় গোপনে ।
নির্লিপ্ত হৃদয়ে আজ ভাসানের গান
আঁখি চঞ্চল,বিরহে ব্যথিত এই মন প্রাণ,
তুমি আছ মোর চেতনায় ,মননে
আছ তুমি জাগরণে, শয়নে স্বপনে।
হে প্রেয়সী ,হে প্রিয় সখী
ভাঙনের গান গায় তবু কেন কুহক -কুহকী,
মেঘেদের দেশে যদি মেঘ হয়ে ভাসো
বৃষ্টি হয়ে তবু তুমি একটি বার আসো।
আজ ব্যাকুলিত মন খোঁজে তোমায় একাকী
নিশীথে যাও বুঝি ভেসে বন জোছনা মাখি,
একটি বার এসো প্রিয়া তব স্বর্গীয় প্রভা আলোকে
জ্বালাও দীপ ,ছড়াও বিভা মম এই দুঃখ শোকে।
Beautiful