পুব গগনে সূর্য্য ওঠে চাদর মুড়ি দিয়ে
পাখির ডাকে অলস কাটে নুতন বধূ-প্রিয়ে।
রাখাল ছেলে হাঁকায় গরু, লাল রাস্তা ধরে
চাষী ধায় নাঙ্গল কাঁধে, গামছা মাথায় পড়ে।
শিশির ভেজা ঘাসের ডগায় হিমের পরশ লাগে
সকাল বেলায় শিউলি ঝরে শরৎ ঋতুর রাগে।
নদীর পাড়ে বান ডেকেছে, সাদা মেঘের মেলা
শীতল বায়ু দীর্ঘ আয়ু, নদীর পরে ভেলা।
তাল দীঘিতে রঙ লেগেছে নীরজ হাসে কত
পোনার ঝাঁকে তাল ধরেছে নিবিড় খেলায় রত।
এক পায়ে দাঁড়িয়ে বক, ভগিরথ ঋষি
কাঁশর বাজে দুগ্গা মন্দিরে, সবার মনে খুশি।
নীল আকাশে পেঁজা তুলা মেঘের তানা বানা
বন্ধুর মনে বেজায় খুশি আশায় দিন গোনা।
ব্যস্ত খুকু সখির সাথে, পুতুল বিয়ে নিয়ে
ঢাকে কাঠি মনে পুলুক, কম্পন যায় বয়ে।